চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

ঢাবি’র উপাচার্যের দায়িত্ব পেলেন আখতারুজ্জামান

প্রকাশ: ২০১৭-০৯-০৪ ১৮:২৭:১৯ || আপডেট: ২০১৭-০৯-০৪ ১৮:২৭:১৯

বীর কন্ঠ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে তাকে (আখতারুজ্জামান) যেকোনো সময় দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হওয়ায় উপাচার্যের দায়িত্ব পাওয়া আখতারুজ্জামান সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

গত ২৪ আগস্ট বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিকের মেয়ার শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *