admin
প্রকাশ: ২০১৭-০৯-০৪ ১৮:১৫:২৫ || আপডেট: ২০১৭-০৯-০৪ ১৮:১৫:২৫
এম.এ.এইচ রাব্বী: দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল নামক এলাকায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। ৪ঠা সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার কধুরখীল ছলমা সওদাগরের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইরহাম (২) । ইরহাম ওই এলাকার রোকন উদ্দিনের ছেলে।
ইরহামের স্বজনরা জানান, ইরহাম খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বাবর জানান, বিকালে ইরহামকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।