admin
প্রকাশ: ২০১৭-০৯-০৫ ০৯:০৫:৪৮ || আপডেট: ২০১৭-০৯-০৫ ০৯:০৫:৪৮
বীর কন্ঠ ডেস্ক: মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতলে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এবং অন্য দু’জনকে সোমবার বিকেলে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন-মিয়ানমারের মংডু এলাবার বাসিন্দা সুলতান আহমদের ছেলে আমান উল্লাহ (২৮), একই এলাকার হোসেন আহমদের ছেলে আরাফাত (২৫), সোলাইমানের ছেলে আব্দুল গনি (৫২) ও মো. ওসমানের ছেলে আয়াত উল্লাহ (১৭)। তাদের মধ্যে আমান উল্লাহ ও আরাফাতকে মঙ্গলবার সকালে হাসপাতালে আনা হয়।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা বলেন,‘মিয়ানমারে গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আমান উল্লাহ ও আরাফাতকে সকালে হাসপাতালে আনা হয়। তাদের দু’জনেরই ডান হাতে গুলি লেগেছেন। অন্য দুই জনকে সোমবার বিকেলে হাসপাতালে আনা হয়।