admin
প্রকাশ: ২০১৭-০৯-০৫ ১৪:৫৮:০১ || আপডেট: ২০১৭-০৯-০৫ ১৫:০০:৩৩
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার : লোহাগাড়া উপজেলার ‘চুনতি চেয়ারম্যান গোল্ড কাপ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ৫ সেপ্টেম্বর বিকেলে ডাক-বাংলোর মাঠে অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু ।
বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ক্রীড়া অনুরাগী নরুন্নবী কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুনতি ইউপি আওয়ামীলীগের সভাপতি শাহ আলম পল্টু , জাহেদুল কবির সুমন , লোহাগাড়া দোকান কর্মচারী পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব , খোরশেদ আলম ,আবুল হাসেম , শফিকুর রহমান হোসেন ,শাহাদত বিন সোলতান , আবদুর রহিম , মোজ্জামেল হক , তানভির হাসান জনি , মোঃ শাহাব উদ্দিন ,কামাল উদ্দিন প্রমুখ ।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ডাক বাংলো রাইজিং স্টার ও ডাক বাংলো সুপার ইলেভেন । এতে ২-০ গোলে ডাক বাংলো সুপার ইলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডাক বাংলো রাইজিং স্টার । পরে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।