admin
প্রকাশ: ২০১৭-০৯-০৫ ০৫:৫৫:২০ || আপডেট: ২০১৭-০৯-০৫ ০৫:৫৫:২০
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকার ঢাকাইয়া কলোনির একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধারে যান।
ঘটনাস্থল থেকে এসআই সোহেল রানা জানান, একটি ব্যাচেলর বাসায় স্বামী-স্ত্রী থাকতেন। সেখানে স্ত্রীর মরদেহটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই সোহেল রানা।