admin
প্রকাশ: ২০১৭-০৯-০৫ ১২:৩৮:৪০ || আপডেট: ২০১৭-০৯-০৫ ১২:৩৮:৪০
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার রংগীপাড়ায় অগ্নিকাণ্ডে দুইটি মুরগীর খামার ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় মোশতাক হাজীর বাড়ির নূরুল ইসলামের খামারে এ দুর্ঘটনা ঘটে। তবে এসময় খামারে কোন মুরগী ছিলো না। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সূত্র জানান, সোয়া তিনটার দিকে নূরুল ইসলামের ২২শত বর্গফুটের টিনসেড ও বেড়া নির্মিত ২টি মুরগীর খামারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে আগুন খামারের চতুরদিকে ছড়িয়ে পড়ে। পাশেই পুকুর থাকায় হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। এতে খামারের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
খামার মালিক নূরুল ইসলাম বলেন, “ ঈদের পূর্বে ২হাজার মুরগী বিক্রি করেছিলাম। নতুন করে ২হাজার মুরগীর বাচ্ছা পালনের জন্য খামার প্রস্তুত করলেও অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেছে। এতে অন্তত ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন অগ্নিকাণ্রডে সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।