admin
প্রকাশ: ২০১৭-০৯-০৬ ০৬:৩৬:২৯ || আপডেট: ২০১৭-০৯-০৬ ০৬:৩৯:০৩
বীর কন্ঠ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর টানা হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার হয়ে বাস্তুভিটা ছেড়ে বাংলাদেশের আসার পথে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী অন্তত ১২টি নৌকা সীমান্তবর্তী নাফ নদীতে ডুবে গেছে।
আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পাঁচটি লাশ ভাসতে দেখে লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে লাশগুলো ডাঙায় নিয়ে আসা হয়।
উপকূলের নিরাপত্তায় কাজ করা আইনশৃঙ্খলা বাহিনী কোস্টগার্ড শাহপরীর দ্বীপের অধিনায়ক লেফটেন্যান্ট ফয়সাল হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে টেকনাফ থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।