admin
প্রকাশ: ২০১৭-০৯-০৬ ০৬:২৪:৫৫ || আপডেট: ২০১৭-০৯-০৬ ০৬:২৪:৫৫
বীর কন্ঠ ডেস্ক: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পর এবার রোহিঙ্গা বিষয়ে আলোচনার করতে বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। ব্যক্তিগত প্লেনে করে রাতে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তাঁর।
রোহিঙ্গা সমস্যার বিষয়ে তুরস্ক ঐক্যমত প্রকাশ করেছে। তাই সরজমিনে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তিনি বাংলাদেশ আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে অবস্থিত সব রোহিঙ্গার প্রত্যাবাসন, রাখাইনে নিরাপদ পরিবেশ এবং কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শ কমিশনের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ ও তুরস্ক।