admin
প্রকাশ: ২০১৭-০৯-০৭ ০৮:০৮:৪৫ || আপডেট: ২০১৭-০৯-০৭ ০৮:০৮:৪৫
বীর কন্ঠ ডেস্ক: মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট বিমানযোগে তিনি কক্সবাজারে পৌছান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এর আগে ভোরে ঢাকায় পৌঁছান তুরস্কের এ ফার্স্ট লেডি। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কক্সবাজার থেকে ফিরে এসে ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। এদিকে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি একে গণহত্যা বলেও উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন। এছাড়া তিনি মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকেও হুঁশিয়ার করেছে।