চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

রোহিঙ্গা ইস্যুতে সরকার যুদ্ধ করবে না: কাদের

প্রকাশ: ২০১৭-০৯-০৮ ১৪:৫৪:২৫ || আপডেট: ২০১৭-০৯-০৮ ১৪:৫৪:২৫

 

বীর কন্ঠ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমারকে চাপ প্রদানকারী দেশগুলোর সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখানে সরকারকে দোষারোপ করলে হবে না। সরকার যুদ্ধ করবে না এই (রোহিঙ্গা) ইস্যুতে।’

শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম কুসুমপুর এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে রোহিঙ্গা জনস্রোত যেভাবে ধেয়ে আসছে, এটি অত্যন্ত মানবিক বিপর্যয়ের ঘটনা। যা গণহত্যার সঙ্গে তুলনা করা হয়। নাফ নদী দিয়ে নারী ও শিশুরা পাড়ি দিচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত। তাদের মানবিক আচরণ করতে হবে। সরকার থেকে খাদ্য, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ সরকার জাতিসংঘের দৃষ্টি আনতে কাজ করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মিয়ানমারের জনস্রোত সামলাতে পারছি না। তবে জনস্রোতের সঙ্গে মাদক, অস্ত্র ও জঙ্গি যাতে দেশে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। মাদক অস্ত্রের চেয়ে বেশি ভয়ংকর। কূটনীতিকভাবে মিয়ানমারের সঙ্গে আমরা কথা বলছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘রোহিঙ্গাদের এ মানবিক বিপর্যয়কে পুঁজি করে আপনারা রাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে বলব, আপনাকে ও আপনার দলকে যে, এ রোহিঙ্গাদের নিয়ে ইস্যু সৃষ্টি করে রাজনীতির নোংরা খেলা থেকে বিরত থাকুন। বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *