admin
প্রকাশ: ২০১৭-০৯-০৮ ১৭:৪১:০৫ || আপডেট: ২০১৭-০৯-০৮ ১৭:৪১:০৫
বেলাল আহমদ, (বিশেষ) প্রতিনিধি :বান্দরবানের লামায় এক বর্ণাঢ্য র্যালীর ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস২০১৭। লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা বিভাগের সার্বিক সহযোগিতায় দিবসটি পালিত হয়। শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ। এর আগে দিবসের শুরুতে লামা উপজেলা পরিষদের সামনে থেকে এক বন্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।