admin
প্রকাশ: ২০১৭-০৯-১০ ০৭:৫৬:৩২ || আপডেট: ২০১৭-০৯-১০ ০৭:৫৬:৩২
নাজিম উদ্দীন রানা-বিশেষ প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলাধীন অাজিজনগর গজালিয়া সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের ড্রেন ভরাট করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে।শুধু তাই নয় ড্রেন ভরাট হওয়ায় রাস্তার দুপাশে পানি জমে চলাচল ব্যাপক বাধাগ্রস্হ হচ্ছে।অাজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় রয়েল টেক্সটাইল মিলের মালিক অাবুল কাশেম চৌধুরী অাজিজনগর গজালিয়া সড়ক রয়েল সুপার মার্কেট নামক বহুতল ভবনের নির্মান কাজ শুরু করেছেন মাসখানেক অাগে অার গজালিয়া সড়ক দখল করে নির্মান সামগ্রী রাখার জন্য ড্রেন ভরাট করার কারনে রাস্তার উভয়পাশে পানি জমে অাছে।যারকারনে জনজীবনে চলাচলে বিঘ্ন ও রাস্তায় ফাটল ধরে গর্তের সৃষ্টি হচ্ছে।অথচ মাত্র কয়েকমাস অাগে অাজিজনগরবাসীর বহুল প্রত্যাশিত এ রাস্তা প্রায় ২কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়।অাজিজনগরবাসীর এটি প্রধান সড়ক হওয়ায় সাধারন জনসাধারন,স্কুল কলেজহামী ছাত্র/ছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘঠছে।
উল্লেখ্য যে,বিগত কিছুদিন পূর্বে অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং সরেজমিনে পরিদর্শন করে ২৪ ঘন্টার মধ্যে ড্রেন তৈরি করে পানি চলাচলের সুযোগ করে রাস্তার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে অানার নির্দেশ দিলে ও অদ্যাবধি এর কোন সুরাহা করেননী।এ ব্যাপারে ভবন নির্মানে দায়িত্বপ্রাপ্ত জনাব শামসুল ইসলামের সাথে অালাপ কালে তিনি মালিক না অাসা পর্যন্ত কোন সমাধান দিতে অপারগতা প্রকাশ করেন।এলাকাবাসি অতিশ্রিগ্রি এর প্রতিকার চেয়ে যথাযথ কতৃপক্ষের নিকট জোর দাবি জানান।