admin
প্রকাশ: ২০১৭-০৯-১১ ১৯:৩৩:২৮ || আপডেট: ২০১৭-০৯-১১ ১৯:৩৩:২৮
বীর কন্ঠ ডেস্ক: রোহিঙ্গারা আমাদের মেহমান, আমাদের গেস্ট। তবে তাদের ফিরে যেতে হবে।’ চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সোমবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় এসব কথা বলেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ (ফাইল ফটো)এছাড়া সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সংসদে রওশন এরশাদ বলেন, ‘স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেবশ করছে। এর স্থায়ী সমাধান দরকার। এজন্য সময়ও দরকার। স্রোতের মতো রোহিঙ্গার আসছে, অস্ত্র, মাদক, সন্ত্রাসীও ঢুকে যেতে পারে। এ বিষয়ে আরও নজর দেওয়া দরকার। রোহিঙ্গা বা মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে আমরা তাদের আশ্রয় দিয়েছি।’
কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান রওশন এরশাদ। তিনি বলেন, ‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ’
সংসদ সদস্য শিরিন আখতার বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারের সমালোচনা করেছে। তারা (বিএনপি) বলছে, সরকার ব্যর্থ। আসলে সরকার ব্যর্থ নয়। ’
সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, ‘কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন হওয়া উচিত। রোহিঙ্গাদের মুসলামন নয়, মানুষ হিসেবে দেখতে চাই। ’
সুত্রঃ বাংলা ট্রিবিউন