চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

আরো ৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 

প্রকাশ: ২০১৭-০৯-১২ ০৭:৫২:০৯ || আপডেট: ২০১৭-০৯-১২ ০৭:৫২:০৯

 

বীর কন্ঠ ডেস্ক: : রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর লিতে আহত আরো ৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিনগত রাত ১২টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের নিয়ে আসেন স্বজনরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে ৮৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, সোমবার রাতে ভর্তি চার রোহিঙ্গা হচ্ছেন, কুল্লং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহ (২৮), মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদ (১৬), সোহাগপাড়ার নবী হোসেনের ছেলে আবদুল করিম (১৯) ও নুরু হোসেনের ছেলে মো. তাহের (২১)।

 

এরা প্রত্যেকে পা ও উরুতে গুলিবিদ্ধ। তাদেরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *