admin
প্রকাশ: ২০১৭-০৯-১২ ১৫:১৭:২৯ || আপডেট: ২০১৭-০৯-১২ ১৫:১৭:২৯
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকেটি জব্দ করা হয়েছে। অাজ মঙ্গলবার ভোরে নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী মোড় থেকে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আটকরা হলো- নগরীর বন্দর থানাধীন পূর্ব নিমতলা এলাকার মৃত মো. ইউসুফের ছেলে আলমগীর ওরফে লাদেন (৪৮), নোয়াখালী জেলার কবির হাট সোনাপুর এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. আজাহারুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।