চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

লামায় দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

প্রকাশ: ২০১৭-০৯-১২ ১৪:৪২:৫২ || আপডেট: ২০১৭-০৯-১২ ১৪:৪২:৫২

বেলাল আহমদ,( বিশেষ)প্রতিনিধি :  বান্দরবানের লামায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুঃস্থ ও অসহায় পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের মাঝে এ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। দিনব্যাপী চলে এই কার্যক্রম। 

লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএসসি) ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মারমা পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন ডা. আসিফুর রহমান ও ক্যাপ্টেন ডা. নিগার সুলতানার নেতৃত্বে সেনা সদস্যরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

চিকিৎসা সেবা নিতে আসা অনেকে জানায়, তারা সেনাবাহিনীর কাছ থেকে ফ্রি ব্যবস্থাপত্র ও ভালো মানের ওষুধ পেয়েছেন। এতে তারা খুব খুশি। মাঝে মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প করার জন্য অনুরোধ করেন। ইউনিয়নের দুর্গম এলাকার অনেক দরিদ্র নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন। রুপসিপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আলীকদম জোনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *