admin
প্রকাশ: ২০১৭-০৯-১৩ ১৪:১৭:০৮ || আপডেট: ২০১৭-০৯-১৩ ১৪:১৭:০৮
আলাউদ্দিন,স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী মিঠার দোকান এলাকায় ১৩ সেপ্টেম্বর দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক জন নিহত ও চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত সিরাজুল ইসলাম (৭০) কক্সবাজারের চকরিয়া উপজেলার পহর চাঁন্দা এলাকার মৃত মোঃ জায়তুনের পুত্র। তিনি আরো জানান দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আমাদের হেফাজতে রয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহরমুখী হানিফ পরিহনের একটি বাস দ্রুত গতিতে এসে কক্সবাজারমুখী মাইক্রোবাসের ( চট্টমেট্রো-চ ১১-৫৬৮৫) পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক জন নিহত হয়। আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে প্ররেণ করেন।