চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মরক্কো থেকে কার্গো বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে

প্রকাশ: ২০১৭-০৯-১৪ ০৬:১১:২৩ || আপডেট: ২০১৭-০৯-১৪ ০৬:১১:২৩

বীর কন্ঠ ডেস্ক:  রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মরক্কো থেকে একটি কার্গো বিমান এসে পৌঁছেছে। বিমানটিতে ১৪ টন ত্রাণ রয়েছে। এগুলোর মধ্যে তাঁবু, কম্বল, ওষুধ, শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল রয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান ত্রাণ গ্রহণ করেন। সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

হাবিবুর রহমান আরও জানান, বেলা দেড়টার দিকে ভারত থেকে ত্রাণবাহী আরেকটি উড়োজাহাজ আসছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটি গ্রহণ করবেন।

 

সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে। আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *