admin
প্রকাশ: ২০১৭-০৯-১৫ ১৩:৫১:২০ || আপডেট: ২০১৭-০৯-১৫ ১৩:৫১:২০
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাঈনুদ্দীন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মাঈনুদ্দীন চেয়ারম্যানঘাটা জলিল সওদাগর ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার দুপুরে চান্দগাঁও থানার চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আজ শুক্রবার দুপুরে বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন মাঈনুদ্দীন। পরে বাসার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।