admin
প্রকাশ: ২০১৭-০৯-১৫ ১৪:৫০:৫৫ || আপডেট: ২০১৭-০৯-১৫ ১৪:৫৪:১০
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্নস্থান থেকে শুক্রবার ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার আড়াইটার দিকে তাদেরকে উখিয়া কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।জানা গেছে, আটককৃত রোহিঙ্গারা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ এ পর্যন্ত লোহাগাড়া থেকে ৬৩ জন রোহিঙ্গাকে আটক করে।
আটককৃত রোহিঙ্গারা জানান, মংডু, তমব্র, বলিপাড়া ও ভূচিদং এলাকাসহ রাখাইন রাজ্যের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনী নির্যাতন করেছে এবং বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। বাঁচার তাগিদে দীর্ঘপথ অতিক্রম করে তারা লোহাগাড়া উপজেলায় চলে আসে। এদিকে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান পিপিএম এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।