চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন  বন্ধ না করলে মিয়ানমারের উদ্দেশে লংমার্চ: জুনায়েদ বাবুনগরী

প্রকাশ: ২০১৭-০৯-১৫ ১৩:৪০:২১ || আপডেট: ২০১৭-০৯-১৫ ১৩:৪০:২১

বীর কন্ঠ ডেস্ক: রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন অনতিবিলম্বে বন্ধ না করলে মিয়ানমারের উদ্দেশে লংমার্চ করবে হেফাজতে ইসলাম। শুক্রবার দুপুরে চট্টগ্রামের কোতোয়ালী থানার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘অং সান সু চি একজন খুনি, মানবতাবিরোধী অপরাধী। তার বিচার হওয়া উচিৎ। তার ইন্ধনেই নির্বিচারে মুসুলমানদেরকে হত্যা করা হচ্ছে। যদি রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করা না হয় তবে শিগগিরই মিয়ানমারের উদ্দেশে লংমার্চ করা হবে।’

সমাবেশে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি জানানো হয়। এসময় আন্তর্জাতিক আদালতে অং সান সু চি’র বিচারও দাবি করে হেফাজত।

সমাবেশ শেষে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর তেরিবাজার এলাকা হয়ে লালদীঘির ময়দানে গিয়ে শেষ হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী, মাইনুদ্দিন রুহীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *