চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

প্রকাশ: ২০১৭-০৯-১৬ ১৫:৫৬:১৮ || আপডেট: ২০১৭-০৯-১৬ ১৫:৫৭:৪৯

নীরব জসীম, লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার ফরিদ মুন্সি বাড়ির দেড় বছরের এক শিশু  ১৬ সেপ্টেম্বর বেলা ১২টায় বাড়ির পাশের কুয়ার পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুর নাম দারিফ আহনাদ তাজিম। শিশুটি ওই এলাকার সাতকানিয়া উপজেলার কৃষি অধিপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম জহির টিপুর পুত্র। জানা যায়, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে কুয়ার পানিতে পড়ে যায়। তাকে না দেখে স্বজনরা খোঁজ করতে গিয়ে এক পর্যায়ে কুয়াতে শিশুর ভাসমান লাশ দেখতে পায়।
একইদিন বাদ আছর নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশুর মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *