চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

দেশবরণ্য বর্ষিয়ান আলেম পীরে কামেল শাহ হাবিবুর রহমানের জানাজায় মুসল্লীর ঢল : দাফন  সম্পন্ন

প্রকাশ: ২০১৭-০৯-১৬ ১৭:৫২:৫১ || আপডেট: ২০১৭-০৯-১৬ ১৭:৫২:৫১

 

বীর কন্ঠ ডেস্ক: দেশবরণ্য বর্ষিয়ান আলেম পীরে কামেলশাহ হাবিবুর রহমানের জানাজা সম্পন্ন।  দেশবরণ্য বর্ষিয়ান আলেমেদ্বীন পীরে কামেল শাহসুপী রেক্টর আলহাজ শাহ মাওলানা হাবিবুর রহমান (রা:) এর জানাজার নামাজ ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়েছে।তিনি গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় বদরখালী কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন,ইন্নালিল্লাহি..রাজিউন।  

বদরখালীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জানাজার নামাজে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজার জেলার অন্তত লক্ষাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন মরহুম পীর ছাহেবের বড় জামাতা ও চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী। জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন ২য় জামাতা পেকুয়া রাজাখালী ফাজিল মাদারাসার অধ্যক্ষ ও চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক। 

জানাজার নামাজে উপস্থিত ছিলেন খুটাখালীর ছাহেব কেবলা শাহ মাওলানা হাফেজ আবদুল হাই, চকরিয়া,পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বিএ অনার্স এম, বাশখালীর অধ্যক্ষ মাওলানা ছিদ্দিক আহমদ ফারুকী, সীতাকুন্ড কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, গারাঙ্গীয়া দরবারের পীর ছাহেব মাওলানা মাহমুদুল হক, পূর্ববড়ভেওলার পীর ছাহেব মাওলানা এহেছানুল হক, মুহাদ্দিস মাওলানা মকছুদ আহমদ, মুহাদ্দিস মাওলানা আবদুল মালেক, রঙ্গীখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ কামাল উদ্দিন, বদরখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশর, পীরে কামেল মাওলানা ফখরুল ইসলাম, পীরে কামেল মাওলানা মনজুরুল আলম, চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী মানিক, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলা চেয়ারম্যান, চকরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর বুলবুল, বর্তমান ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আযাদ, মাতামুহুরী আলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মো: হেদায়ত উল্লাহ, উপজেলা দক্ষিণের আমীর মোজাম্মেল হক, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, বদরখালী সমিতির সভাপতি নুরুল আলম সিকদার, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, সাবেক সেক্রেটারী মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুছ, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জসিম উদ্দিন টিটু, আলী আজম বাহাদ, এড, রাজিব সিকদার, হেফাজ সিকদার প্রমুখ। মরহুম পীর হাবিবুর রহমান মৃত্যুকালে ৭ ছেলে ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও মুরিদান রেখেযান। দরবারে আলিয়ায়ে কাদেরিয়া গারাঙ্গীয়ার বড় হুজুর কেবলা (রা:) এর খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘ ২০ বছর ধরে কক্সবাজারের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ, চকরিয়ার বদরখালী এমএস ফাজিল মাদরাসার দীর্ঘ ২০ বছর পযর্ন্ত অধ্যক্ষ, জীবদ্দশায় উক্ত মাদরাসার রেক্টর’ হিসেবে  দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ও বদরখালী ঈদগাহ ময়দানের ঈদ জামাতের খতিব ছিলেন।

 

দেশ বরণ্য বর্ষিয়ান আলেমেদ্বীন পীরে কামেল শাহসুফি আল্লামা শাহ মাওলানা হাবিবুর রহমান রেক্টুর হুজুর ( রাঃ) এর বদরখালীর ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। জানাজায় ধর্মপ্রাণ লাখো মুসল্লী জনতার অংশ গ্রহণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *