admin
প্রকাশ: ২০১৭-০৯-১৭ ০৭:৪৪:২৪ || আপডেট: ২০১৭-০৯-১৭ ০৭:৪৪:২৪
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার : সীমান্তে মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় অসুস্থ রোহিঙ্গাদের ফ্রী চিকিত্সা দিয়েছেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার পল্লী চিকিত্সক খালেদ দেওয়ান । ১৬ সেপ্টম্বর লোহাগাড়া থেকে একটি সংগঠনের সাথে টেকনাফ সীমান্তে হোয়াক্কং এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি । এ সময় প্রায় তিনি ৩শ রোহিঙ্গাকে চিকিত্সা প্রদান করেন । এদিকে তার এই মানবিকতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই পল্লী চিকিত্সক খালেদ দেওয়ানের ভূয়সী প্রশংসা করেন।