admin
প্রকাশ: ২০১৭-০৯-১৭ ১৫:৪৬:১৩ || আপডেট: ২০১৭-০৯-১৭ ১৫:৪৬:১৩
নীরব জসীম, লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির খান দিঘী এলাকায় ১৭ সেপ্টেম্বর সকালে কিতাবের ভিতর করে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রোহিঙ্গার নাম মোহাম্মদ উল্লাহ (২৬)। সে মিয়ানমারের মন্ড এলাকার আবদুল মোনাফের পুত্র। এসময় তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) জানান, কয়েকদিন আগে মোহাম্মদ উল্লাহ মিয়ানমারের মন্ডু থেকে পালিয়ে টেকনাফে চলে আসে। সে কিতাবের ভিতরে করে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করতে লোহাগাড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানা যায়।
এল ৩৪৬ নং ছবির ক্যাপশান ঃ লোহাগাড়ায় ইয়াবা পাচারকারে আটক রোহিঙ্গা মোঃ উল্লাহ।