admin
প্রকাশ: ২০১৭-০৯-১৮ ১৭:৫২:১০ || আপডেট: ২০১৭-০৯-১৮ ১৭:৫২:১০
বীর কন্ঠ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় চট্টগ্রামের এক হাজার ৫২১টি পূজামণ্ডপের নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর দুই নম্বর গেইটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
নূরে আলম মিনা বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনও স্বার্থনেষী মহল যাতে গুজব ছড়িয়ে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা সর্তক রয়েছি। পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তাসহ পূজার সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। এবার পূজার সময় জেলার বিভিন্ন উপজেলার এক হাজার ৫২১টি পূজামণ্ডপে ২ হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পূজার সময় পোশাকদারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। কেউ ফেসবুক, টুইটার বা ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘পূজার সময় ইভটিজিং করা হয় বলে আমাদের কাছে খবর আছে। এবার কোনও যুবক এ ধরনের কাজ করতে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইভটিজিং ও ছিনতাইয়ের বিষয়টিও পুলিশ সদস্যদের নজরদারিতে থাকবে।’
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, মো. মশিউদ্দৌলা রেজা, একে এম এমরান ভূঞাসহ চট্টগ্রাম জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সূত্র – বাংলা ট্রিবিউন