admin
প্রকাশ: ২০১৭-০৯-১৮ ১৪:৪১:০০ || আপডেট: ২০১৭-০৯-১৮ ১৪:৪১:০০
নীরব জসীম, লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় গতকাল ১৮ সেপ্টেম্বর দুপুর ২টার সময় চট্টগ্রাম অভিমুখি হানিফ পরিবহণের একটি বাস ও বিপরীত মুখি থেকে আসা পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, হানিফ পরিবহণের (ঢাকামেট্রো-ব-১৪-৮১৭৯) নং বাসটি চট্টগ্রাম দিকে যাচ্ছিল এর বিপরীত দিক থেকে আসা পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৩৮৩০) নং গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ২জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন নিহত হয়। এবং আহত হয়েছে ২ জন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল। এসময় নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকরা এলাকার ইউসুফ জলিলের পুত্র মামুনুর রশিদ (২৫), চুয়াডাঙ্গার ডামুড্যা উপজেলা চুরলিয়া এলাকার মিনহাজ শেখের পুত্র শরিফুল ইসলাম (২৬)। নিহত অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে ২ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। অপর ৩ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা কবলিতে গাড়ি ও নিহতদের লাশ দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।