admin
প্রকাশ: ২০১৭-০৯-১৯ ১৫:৩৬:৫৯ || আপডেট: ২০১৭-০৯-১৯ ১৫:৩৬:৫৯
বীর কন্ঠ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয়শিবিরের ১৫ হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর শফিকুর রহমান, সিভিল সার্জন অংসুইপ্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরও জানান, নাইক্ষ্যংছড়ি বড়সন খোলা, শাপমারা ঝিরি এবং ফুলতলি এলাকার ২ হাজার ৭ শত ৭৩ পরিবারের ১৫ হাজার রোহিঙ্গা তালিকাভুক্ত করা হয়েছে।
এছাড়া পাহাড়পাড়া, কোনাপাড়া এবং পশ্চিমকুল এলাকার ৭ হাজার ২ শত পরিবারের ৩৫ হাজার রোহিঙ্গাকে এখনও তালিকাভুক্ত করা যায়নি। যাদের তালিকাভুক্ত করা হয়নি তাদেরও তালিকাভুক্ত করার কাজ করছে জেলা প্রশাসন।-
জাগো নিউজ