admin
প্রকাশ: ২০১৭-০৯-১৯ ১০:১৪:৩৯ || আপডেট: ২০১৭-০৯-১৯ ১০:১৪:৩৯
আন্তর্জাতিক ডেস্ক: প্যালেসটাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতেও আলোচনায় এসেছে মিয়ানমারের রোহিঙ্গা সংকট।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাসস্থল হোটেল গ্র্যান্ড হায়াত স্যুটে এ সাক্ষাৎ হয়। জাতিরসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে অংশ নিতে তারা এখন নিউইয়র্কে অবস্থান করছেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতে মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্যালেস্টাইনের বর্তমান অবস্থার কথা জানান। শেখ হাসিনা প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, এটা একটা দুযোর্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচারণে প্রত্যেকে সবখানে প্রশংসা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ হিসেব প্রত্যেকেরই মানবিক গুণাবলী থাকা উচিত। অস্থায়ী ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রায় ৭ লাখ উদ্বাস্তু বাস করছে। কিন্তু মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।
মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
রোহিঙ্গাদের সহায়তায় সরকারের ত্রাণ কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি জানি উদ্বাস্তু হওয়ার যন্ত্রণাটা। ৭৫ এর বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর আমরা দুই বোন ৬ বছর উদ্বাস্তু হিসেবে দেশের বাইরে ছিলাম।
রোহিঙ্গাদের শনাক্তকরণে সরকার রোহিঙ্গাদের তালিকাভুক্ত করছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।