admin
প্রকাশ: ২০১৭-০৯-১৯ ২০:০৯:৩৬ || আপডেট: ২০১৭-০৯-১৯ ২০:১৩:৫৬
বীর কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘী এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বাসে অভিযান চালিয়ে মো: কামাল হোসেন (৩৭) নামে এক সংবাদিক ও মানবাধিকার কর্মীকে ৪ শ‘ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক কামাল হোসেন কুমিল্লা ব্রাম্মনপাড়া থানার সাহেবাবাদ গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র। তিনি নিজেকে শীর্ষ অপরাধ পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী দাবী করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবদুল আউয়াল উক্ত স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে।
লোহাগড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা রুজু করা হয়েছে।