admin
প্রকাশ: ২০১৭-০৯-২০ ১৯:৩৬:৩২ || আপডেট: ২০১৭-০৯-২০ ২০:০৫:৪০
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার : প্রমী আক্তার । বয়স মাত্র ১২ বছর ।লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাটের হাজীর পাড়ার ভ্যান চালক রফিকের বড় মেয়ে ।গত ৫ বছর যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যুর প্রহর গুনছে প্রমী ।
পরিবারের উপার্যন ব্যক্তি বলতে শুধু এক মাত্র বাবা । দুই ভাই এখনো ছোট। ভ্যান চালক রফিক এতোমধ্যে প্রমীর চিকিত্সার জন্য অনেক টাকা খরচ করে পেলেছে । চিকিত্সাকরা জানিয়েছেন প্রমীকে উন্নত চিকিত্সা করাতে হবে । কিন্তু তার পরিবারের পক্ষে তা সম্ভব না । তাই সমাজের বিত্তবান প্রতি সাহয্য চেয়েছন প্রমীর পরিবার ।
কেউ সাহয্য পাঠাতে চাইলে প্রমী আক্তারের মা”র এই 01864-769882 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ।