চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

রোহিঙ্গাদের দেড় কোটি ডলার সহায়তা দিবে সৌদি আরব  

প্রকাশ: ২০১৭-০৯-২০ ১০:১৭:৪৬ || আপডেট: ২০১৭-০৯-২০ ১০:১৭:৪৬

 

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের জন্য অর্থ সহায়তা পাঠাবে সৌদি আরব। মঙ্গলবার  দেশটির মন্ত্রিপরিষদ সভায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদল্লাহ আজিজ।

 

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

 

জানা যায়, মন্ত্রিপরিষদ সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার নিন্দা জানানো হয়।

 

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)  জানিয়েছে, মিয়ানমারের  রাখাইন রাজ্যে চলামান সহিংসতায়  ৪ লাখ ১৭  হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে  এবং বিভিন্ন শরণার্থী কাম্পে আশ্রয় নিয়েছে।-এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *