admin
প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৬:২৮:২৯ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৬:২৮:২৯
আলোর পথিক তুমি
-সাবরিনা কছির
হে পরওয়ার দেগার—
সিজদা করি সর্বদা তোমার পানে।
জ্বীন ইনসান আর ফেরেশতারা—-
গাহে গান তোমার ঐ মহিমানিত্ব
সুরের টানে,,,,
তোমার নূরের স্পর্শ পেয়ে
জেগে ওঠে রবি শশী।।।
বিকশাত হয় ফুলের কলি
নানা ফুল বাগিচায়।।
সে ফুল যুগ যুগ ধরে সুবাস ছড়ায়।।
মরুর বুকে অতুল সুরভী
ফুল ফুটে তোমারই বুকে,
সে সোনার বরনী।।।
তন্দ্রাহারা ঐ দুটি চোখ
উঠলো জেগে আলোর পথে,
উঠলো গেয়ে সুর মিলিয়ে
তুমি মহান, তুমি অনন্ত অসীম।
তুমিই আঁধার ঘরে আলোর পথিক।