admin
প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৩:৪২:০৬ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৩:৪২:০৬
বীর কন্ঠ ডেস্ক : অবৈধভাবে মজুদ করে রাখার দায়ে চট্টগ্রাম নগরীর এক গুদাম থেকে ৮০ হাজার বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাগরিকা বিসিক এলাকার ওই গুদামে অভিযান চালিয়ে ওই চালের বস্তাগুলো জব্দ করা হয়। এসময় আহমেদ ট্রেডিং নামের গুদামটির ম্যানেজার তারেককে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ মোরাদ আলী বলেন, ‘নিয়ম ভেঙে চালের ওই বস্তাগুলো গুদামে মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ দুপুরে অভিযান চালিয়ে তা জব্দ করি। জব্দ চালের বস্তাগুলো মাসুদ অ্যান্ড ব্রাদার্সের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাংলা ট্রিবিউনকে