admin
প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৬:৩৬:৫৩ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৬:৩৬:৫৩
শারদ শুভ্রতা
– কবি ওয়ারদাতুল জিনান
মনের গগনে আজ কালো মেঘের নেই ঘনঘটা,
আছে শুধু রোদ্দুর, রাশিরাশি নীল
যেন সে এক শরতের সুনীল আকাশ।
কাশফুলের শুভ্রতায় যেন আকাশটাও ছেয়ে গেছে
শুভ্র মেঘের আনাগোনায় বড় শিহরণ জাগে মনে।
মনের বাগেও হাসছে দেখি টগর, দোলনচাঁপা
শিউলি গাছের সবুজ শাখেও খেলছে শুভ্রতা!
আজি ভালবাসার পুষ্পবর্ষণে মনের গগনটা
কে যেন সাজিয়ে দিল এসে!
চিত্তটা প্রফুল্ল বেশ, দুঃখরা মুখ লুকালো হেসে
কে গো তুমি? আমায় এমন ভালবেসে
হৃদয় গগনে শরতের ছোঁয়া এনে দিলে!
এসো মোর কাছে- “প্রিয়”
তোমারই আলতো ছোঁয়ায় উঠুক হেসে
সাতরঙা রামধনু পুরো সুনীল গগনজুড়ে,
জুঁই, কামিনী, নয়নতারা হাসুক মনের বাগে।
আচ্ছা,আমৃত্যু তুমি কি আমায় এহেন ভালবাসবে?
শারদ শুভ্রতার স্নিগ্ধ আভায় আমায় রাঙিয়ে দেবে?