admin
প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৩:৫৬:২৩ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৩:৫৬:২৩
মোঃ নাজিম উদ্দিন, সাতকানিয়া : সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪২ রোহিঙ্গাকে আটক করেছে। এক সপ্তাহ ধরে একাধিক স্থানে বাসা বাড়িতে আশ্রয় নেয়া ১৪২ রোহিঙ্গাদের আটকের পর তাদের উখিয়া শরণার্থী শিবিরে পাঠিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, রোহিঙ্গাদের মধ্যে ১৪২ জন নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক মানবিক সেবা প্রদান পূর্বক কক্সবাজার আশ্রয় শিবিরের উদ্দেশ্যে প্রেরণ করেছি। তাদের মধ্যে আজ বৃহস্পতিবার কেওচিয়া ইউনিয়নের কেরানীহাটে আশ্রয় নেওয়া ৯ জন যাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। পুরানগড় ইউনিয়ন থেকে ২৫ জন, বাজালিয়া ইউনিয়ন থেকে ১৬ জন, কালিয়াইশ ইউনিয়ন থেকে ৭৭ জন, এওচিয়া ইউনিয়নে আশ্রয় নেওয়া ১৫ জনকে গত ১ সপ্তাহের বিভিন্ন সময়ে থানা পুলিশ কক্সবাজার আশ্রয় শিবিরে প্রেরণ করেন।