চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin

মিয়ানমারে গণহত্যা চলছে: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রকাশ: ২০১৭-০৯-২১ ০৮:১৫:০০ || আপডেট: ২০১৭-০৯-২১ ০৮:১৬:৪৭

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যে সহিংসতা ও নিপীড়ন চলছে, তাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 

এই গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিয়ে রোহিঙ্গা সংকট  সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফরাসি টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, চলমান রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিধনের যেন নিন্দা জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সে জন্য পরিষদের অন্য সদস্যদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।

 

রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন অভিযান বন্ধ করতে নিরাপত্তা পরিষদ যেন হস্তক্ষেপ করে তার জন্য একটি পদক্ষেপ নিতে ফ্রান্স পরিকল্পনা করছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, অবশ্যই রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা অভিযান বন্ধ করতে হবে। মানবিক ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হবে এ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *