admin
প্রকাশ: ২০১৭-০৯-২২ ১২:৫০:১০ || আপডেট: ২০১৭-০৯-২২ ১২:৫০:১০
বীর কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কর্ণফুলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকরীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়ার মৃত মাওলানা নুরুল হকের ছেলে মোঃ আরিফুল হক (২৪) ও একই উপজেলার কাঞ্চনা এলাকার হাফেজ আব্দুর রহমানের ছেলে মোঃ আব্বাস উদ্দিন (২৭)।
সিএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সকালে গোপন খবরের ভিক্তিতে কর্ণফুলী টোল প্লাজা পূর্ব পার্শ্বে এম রহমান কনভেনশন কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফুল হক এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর ছোট পলিব্যাগে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী মোঃ আব্বাস উদ্দিন এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর ছোট পলিব্যাগে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেফতার করা হলেও অপর আসামী মোঃ হানিফ (৩২) পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামীসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানা দাযের করা হয়েছে।-
সূত্রে – পাঠক নিউজ