admin
প্রকাশ: ২০১৭-০৯-২২ ১১:৫৪:৫৪ || আপডেট: ২০১৭-০৯-২২ ১১:৫৪:৫৪
বীর কন্ঠ ডেস্ক : অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দেশে ফিরেই রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন তিনি। নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিতেও প্রস্তুত বিএনপি। সংলাপে ইসির প্রতি আস্থা ফিরলে আর রাজনৈতিক সংলাপের প্রয়োজন হবে না বলে বিএনপি নেতারা মনে করছেন।
প্রায় দু’মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের নেতারা জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন। তার আগে রাজনৈতিক দূরত্ব ভুলে ১৯৭৮ এবং ১৯৯২ সালে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সফল দুই চুক্তিকে সামনে রেখে বিশ্ব জনমত গড়ে তোলার পরামর্শ বিএনপি নেতাদের।
দেশে ফিরে নির্বাচনকালীন সরকারের রূপরেখাও ঘোষণা করবেন খালেদা জিয়া। ওই প্রস্তুতির পাশাপাশি ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্যও প্রস্তুত হচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ঘর গোছানো আছে, এখন শুধু মাঠে নামার অপেক্ষা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।
পূর্ব পশ্চিম