admin
প্রকাশ: ২০১৭-০৯-২২ ১৬:৩৭:১৩ || আপডেট: ২০১৭-০৯-২২ ১৬:৩৭:১৩
বেলাল আহমদ(বিশেষ )প্রতিনিধি : বান্দরবানের লামায় পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাইদুর ররহমান সাইদ সভাপতি, রাজিব রক্ষিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকাল তিন টায় লামা জেলা পরিষদ গেষ্ট হাউসে ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
এক বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করেন, বান্দরবান শহর যুবলীগের সভাপতি মো: হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদ্যস্য উপজেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক- লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, লামা ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে ৬ষ্ট বারের মতো নির্বাচিত করতে গণতন্ত্র চর্চার মাধ্যমে দলকে সু-সংগঠিত করতে হবে। পরাজিত শক্তির সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে লামা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর দর্শন ও তাঁর সু-যোগ্য কন্যা শেখ হাসিনার রাজনৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে চলছে। বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত মানুষের পাশে দাড়ায়।
আলোচানা শেষে সর্বসম্মতিক্রমে রাত ৮টায় গোপন ব্যালটে পৌর যুবলীগের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক পদে রাজিব রক্ষিত নির্বাচিত হন। নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।