admin
প্রকাশ: ২০১৭-০৯-২২ ২০:০০:২৭ || আপডেট: ২০১৭-০৯-২২ ২০:০০:২৭
আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার : আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার ৪র্থ বারের মত উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মেডিকেল টিম নিয়ে যাচ্ছেন লোহাগাড়ার মানব দরদী সংগঠন হিলফুল ফুযুল । সংগঠনের মূখপাত্র ডাঃ মোহাম্মদ লোকমান বীর কন্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ।
তিনি আরো জানান ইতিমধ্যে আমাদের ডাকে অনেক চিকিত্সক ও ওষুধ কোম্পানির প্রতিনিধি সাড়া দিয়েছেন। যারা চিকিৎসা ক্যাম্পে যাবেন বলে ইতিমধ্যে নিশ্চিত করেছেন তাদের মধ্যে ডা: মোহাম্মদ লোকমান, ডাঃ তারেক আহমদ, হোমিও চিকিৎসক ডাঃ ওমর ফারুক(হোমিও মেডিসিন সহ), পল্লি চিকিত্সক খালেদ দেওয়ান, মরিয়ম ফার্মেসীর মোজাফফর আহমদ, এবং শাহাব উদ্দিন অন্যতম। উক্ত চিকিত্সা ক্যাম্পে প্রায় ১ হাজার জন অসহায় শরর্নাথীকে চিকিত্সা সেবা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
মানবতার টানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যেতে চান তাদেরকে সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।