admin
প্রকাশ: ২০১৭-০৯-২৪ ০৯:১৪:৩৯ || আপডেট: ২০১৭-০৯-২৪ ০৯:১৪:৩৯
বীর কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, বিপন্ন রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।
সরকার এই ইস্যুতে রাজনীতি করছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি-ই এ নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের দুরাবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই।