admin
প্রকাশ: ২০১৭-০৯-২৪ ০৯:৩৯:৫৬ || আপডেট: ২০১৭-০৯-২৪ ০৯:৩৯:৫৬
বীর কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম নাসিমা বেগম, বয়স ৩৫ বছর। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার এসআই জিল্লুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় ১০ নম্বর রুটের একটি বাস নাসিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত নাসিমা বেগম ফেনী জেলার সদর থানাধীন এলাকার জামাল উদ্দিন বাচ্চুর স্ত্রী।