admin
প্রকাশ: ২০১৭-০৯-২৫ ১৮:০৩:০৭ || আপডেট: ২০১৭-০৯-২৫ ১৮:০৩:০৭
সাজ্জাদ হোসাইন : ১০ বছরের প্রমী । কথা বলতে শিখতেই যার জীবনের আলো নিভে যাবার উপক্রম । প্রমী যার সাহসে নিজেক বাচানোর সংগ্রাম করবে সেই বাবাও মানসিক প্রতিবন্ধী দিনমজুর ।
দুটি কিডনীর একটি বিকল (প্রায়) হয়েছে প্রায় ৫ থেকে ৬ বছর । চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা চলছে কোন রকম । ডাক্তারের মতে একটি ছোট অপারেশনের মাধ্যমে প্রমীর এই সমস্যা সমাধান সম্ভব ।
বেশী টাকার প্রয়োজন নেই । লাখ টাকার মধ্যেই সম্ভব এই অপারেশন ।
এগিয়ে আসুন আপনিও ।তৈয়বুলের মতো ক্যান্সার রোগীর চিকিৎসার ভার যদি বহন করতে পারি তাহলে প্রমীর কিডনীর চিকিৎসার ভার কেন নয় ।
যোগাযোগ হিলফুল ফুযুল লোহাগাড়া Shahab Uddin ০১৮১৯৮৮৯৪৪০বা সংশ্লিষ্ট ইসমাঈল হোসেন সাঈদঃ০১৮৪৫৬৬৯২০৪ বা প্রমীর মা ০১৮৬৪৭৬৯৮৮২