চট্টগ্রাম, , বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

admin

আমি এবং কিছু সমাচার -কবি হোসনে আরা বেবি 

প্রকাশ: ২০১৭-০৯-২৫ ১৫:৪৯:৫৯ || আপডেট: ২০১৭-০৯-২৫ ১৫:৪৯:৫৯

 

আমি এবং কিছু সমাচার

-কবি- হোসনে আরা বেবি

 

আমি? আমার জীবনে ঝড় নেই,ফলে নৌকাডুবির ভয় নেই।সম্ভাবনাও নেই।

আমার জীবনে যমুনা পুলিনের বাঁশি বাজে না

জীবন তরীতে ত্রিবেণীর তীর্থ  হাওয়া লাগেনা

আমার এ’ শূণ্য মন্দিরে নব গঙ্গার স্নিগ্ধ

তরঙ্গ  লাগে না।

আমি গ্রীস্মের খররোদ।

আমি বৃক্ষ  পল্লব মন মননকে করি নির্জীব

মাটিকে করি চৌচির।

আমি শরতের শিশির বিন্দু।

সূর্যের আবির্ভাবে যার কোন অস্তিত্ব থাকেনা।

আমি রাত্রির কান্নার অশ্রুবিন্দু।

নীরবে নিভৃতে ঝরে পড়ি।

আমি হেমন্তের বসন্তের দূর্বাদল।

প্রকৃতির রাজসভায় হীনতম প্রজা

পেছনের সারির আসনের দাবীদার।

আমি সুরভীবিহীন কুন্দফুল।

কারো করবীতে আমার স্হান  নেই।

আর তখন ক্ষোভে, লজ্জায় ম্রিয়মান  হই।কারন

বসন্তের গোলাপ, চামেলী আর গন্ধরাজের

রাজসভায় আমি যে বড়ই বেমানান।

আমার  ক্ষণস্হায়িত্বের কথা জেনেও

নতুন অনুভব এবং অনুভূতি নিয়ে

বয়ে চলি জীবন হতে জীবনায়নে,

প্রাণ হতে প্রানস্পন্দনে

মন হতে মননশীলতায়। সুধীবৃন্দ,

এইতো আমি আমার জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *