চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

admin

বন্যার্তদের সাহায্যার্থে সাতকানিয়ার মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদানপ্রদান

প্রকাশ: ২০১৭-০৯-২৫ ২০:২০:৫৩ || আপডেট: ২০১৭-০৯-২৫ ২০:২০:৫৩

দিদারুল আলম, সাতকানিয়া:সাতকানিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল সোমবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আবু তাহের এল.এম.জি’র নেতৃত্বে অন্যান্য মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে ওই টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার সরোয়ার কামালের সঞ্চালনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আবু তাহের এল.এম.জি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সমর চৌধুরী, মঞ্জুরুল হক চৌধুরী, মিলন কুমার ভট্টাচার্য, কাজী ফজলুল হক, আক্তার আহমদ সিকদার, দিলীপ কুমার চন্দ, মনোহর বড়ুয়া, মোঃ হুমায়ুন কাদের, মোঃ ইউসুফ বাঙালি, সৈয়দ আহম্মদ, রনজিত কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *