admin
প্রকাশ: ২০১৭-০৯-২৬ ১৮:২১:০০ || আপডেট: ২০১৭-০৯-২৬ ১৮:২১:০০
বীর কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবদুর রব হলে ঝটিকা অভিযান চালিয়ে ৩টি কক্ষ থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র, পাথর ও হিটার উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় কাউকে আটক করা না হলেও হলের ২০১, ২০৮ ও ২৪০ নম্বর কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহীদ আবদুর রব হলে এ অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বলেন, নিয়মিত অভিযানের একটি অংশ ছিল এটি। এ সময় কাউকে আটক করা না গেলেও দেশীয় অস্ত্র, ইট ও হিটার উদ্ধার করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সূত্রে – জাগো নিউজ