চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

রোহিঙ্গাদের জন্য ভারত থেকে তৃতীয় দফায় ৭৭০ টন ত্রাণ এসেছে চট্টগ্রাম বন্দরে

প্রকাশ: ২০১৭-০৯-২৮ ১৬:১৯:৫৬ || আপডেট: ২০১৭-০৯-২৮ ১৬:১৯:৫৬

বীর কন্ঠ ডেস্ক : মিয়ানমারের রাখাইন থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভারত থেকে তৃতীয় দফায় ৭৭০ টন ত্রাণ এসেছে চট্টগ্রাম বন্দরে।

 

বৃহস্পতিবার সকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল ওই ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে পৌঁছায়।

 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ভারত থেকে তৃতীয় দফায় আসা এই ত্রাণের চালানে চাল, ডাল, লবণ, চিনি, চা,  গুঁড়ো দুধ, বিস্কুট, সাবান ও মশারি রয়েছে।

 

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে এসব ত্রাণ হস্তান্তর করেছেন।

 

চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ৫৩ টন ও  পরদিন আরও ১০৭ টন ভারতীয় ত্রাণ চট্টগ্রাম পৌঁছায়।-যুগান্তর

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *