admin
প্রকাশ: ২০১৭-০৯-২৮ ২২:০৩:০৫ || আপডেট: ২০১৭-০৯-২৮ ২২:০৩:০৫
নীরব জসীম, লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর এ দুই দিন লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭০টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করেছে। মামলা হয়েছে ৪৩টি। লোহাগাড়া থানার এসআই সোহরাওরার্দ্দি বিষয়টি নিশ্চিত করেছেন। শারদীর্য় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারাদেশের ন্যায় লোহাগাড়ায়ও চেকপোস্ট ¯’াপন করে অবৈধ অস্ত্র, মাদক, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটকসহ চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে এ অভিযান চলছে বলে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহাজাহান পিপিএম বার জানান। তিনি আরো জানান, এ অভিযান সামনেও অব্যাহত থাকবে। লোহাগাড়ায় বিশেষ করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পা”েছ। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে উঠতি বয়সের তরুণরা নিয়ে আসছে অনেক মোটরসাইকেল। এইসব মোটর সাইকেল উপজেলায় দিব্যি চলাচল করছে। থানা পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকলে অনেকাংশে কমে যাবে চোরাইকৃত মোটর সাইকেল, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও সরকারী রাজস্ব ফাঁকি দেওয়া মোটরসাইকেল। ফলে দিন দিন কমে যাবে অপরাধ প্রবণতা।