admin
প্রকাশ: ২০১৭-০৯-২৯ ২০:৫০:৪৪ || আপডেট: ২০১৭-০৯-২৯ ২০:৫০:৪৪
বীর কন্ঠ ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য ব্রিটিশ সরকারের দেওয়া দ্বিতীয় চালানের ৮৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী আজ শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বহনকারী ব্রিটিশ বিমানটি আজ সকাল পৌনে ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের লজিস্টিক অফিসার মার্ক কুইন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম চালানের ৯৮ মেট্রিক টন ত্রাণ নিয়ে ব্রিটিশ কার্গোবিমান শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ত্রাণ সামগ্রীগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
-কালের কন্ঠ